Shopping Cart


Return To Shop
View Cart

Shipping Policy

সাইটে অর্ডার দেওয়ার পর প্রদত্ত ঠিকানায় এলাকা অনুযায়ী পন্য পাঠানো হবে ঃ

-

-সিলেট শহরে  ২৪-৪৮ ঘণ্টার মধ্যে সাশ্রয়ী খরচে হোম ডেলিভারি  দেওয়া হবে

 

- বাংলাদেশের অন্যান্য এলাকায় গ্রাহকের খরচে কুরিয়ার এর মাধ্যমে পন্য

 

-হোম ডেলিভারির ক্ষেত্রে বহুতল ভবনের ২য় তলা পর্যন্ত যেকোন ওজনের পণ্য সরবরাহ করা যাবে। কিন্তু এর অধিক উচ্চতার ক্ষেত্রে ১৫ কেজি পর্যন্ত পণ্য বিদ্যমান ডেলিভারি চার্জের আওতায় পড়বে, এর বেশি হলে বাড়তি প্রতি ৫ কেজি ওজনের জন্য ১০ টাকা হারে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে। তবে ভবনে লিফট থাকলে এবং লিফটে পণ্য বহনের সুবিধা গ্রহণ করা গেলে কোন অতিরিক্ত ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে না।

 

-পণ্য অর্ডারের একই দিনের মধ্যে ডেলিভারি করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে থাকি। অতঃপর কোনো কারণে যদি একই দিনে পণ্য সরবরাহে বিঘ্ন ঘটে, সেক্ষেত্রে পরবর্তী  ২৪-৪৮ ঘণ্টার মধ্যে আমরা তা নিশ্চিত করে থাকি

 



(1203 Reviews )